সুনামগঞ্জের বন্যাদুর্গত ৪০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, ওষুধ ও স্যালাইন সহায়তা দিয়েছে লেখক-শিল্পীর উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন ‘সমন্বয়: দেশ আমার দায়িত্ব আমার’। এই কার্যক্রমে সামর্থ্যবানদের প্রতি সাংগঠনটির আহ্বান ছিল-‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’
গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে সংগঠনটির সমন্বয়ক ও সদস্য আশরাফ জুয়েল, শামস সাইদ, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আবদুল্লাহ আল ইমরান ও সাম্মি ইসলাম নীলা যৌথ এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাড়া দেয় দেশ-বিদেশের লেখক, শিল্পী ও সাধারণ মানুষ। এরপর গত ২৩ জুন ‘সমন্বয়’ টিম সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার দিসকিবাড়ি, ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকের পার, ফেদারকান্দি, কাকুরাইল গ্রামের আশ্রয়কেন্দ্র দিঘলবাকের পার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, উত্তর রনিখাই ও কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪০৮টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা, ২০টি নাপা ট্যাবলেট, ২০টি ফ্লাজিল, ২ প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। এই কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি জফির সেতু।
‘সমন্বয়’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের বন্যাদুর্গতদের পাশেও দাঁড়াতে চায় তারা।