সিলেট প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে সিলেটের মোগলাবাজারের শ্রীরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।