হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নাশকতার অভিযোগে শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে নাশকতার অভিযোগে ছাত্র শিবিরের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাঁদেরকে নগরের আখালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম (২১), রাজশাহীর মোহনপুরের মৌপাড়া গ্রামের হামিম বাদশা (২২) ও সুনামগঞ্জের জামালগঞ্জের আব্দুল মোতালেব (২৩)। তাঁদের মধ্যে মোজাহিদ ও হামিম বাদশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথি এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথি বলে জানায় পুলিশ। 

পুলিশ বলছে, বর্তমানে তাঁরা আখালিয়া এলাকায় মেস ভাড়া নিয়ে বসবাস করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আসামিদেরকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবির নেতাকে গ্রেপ্তার করে। এ সময় আরও ৪০-৫০ জন পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন