Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সুনামগঞ্জ ছাত্রলীগের ১৫ নেতাকে অব্যাহতি

সুনামগঞ্জ প্রতিনিধি

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সুনামগঞ্জ ছাত্রলীগের ১৫ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভা ডেকে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অব্যাহতি পাওয়া নেতাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে। 

অব্যাহতি পাওয়া নেতারা হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ-কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, জেলা ছাত্রলীগের সহসম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, মোহাম্মদ মোস্তফা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।

এ ছাড়া সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সদস্য শাহ জুনায়েদ আহমদ ত্বাহীকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে আজকের পত্রিকাকে বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করে দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের জন্য ১৫ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে