হোম > সারা দেশ > সিলেট

‘আশি বছরেও এমন শিলাবৃষ্টি দেখিনি’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আনুমানিক ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের বিশাল বিশাল সব শিলা পড়ে মানুষের ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে মিনিট পাঁচেক এ শিলা বৃষ্টি হয়। এত বড় আকারের শিলা পড়তে দেখে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন। 

উপজেলার বিভিন্ন গ্রামেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে এমন শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন জায়গায় ঘরবাড়ির টিন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া শিলা পড়ে বাউসা ইউনিয়নে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে গেছে। এদিকে ঝড়ে পৌর এলাকার বিভিন্ন বাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।  

গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা আশিউর্ধ আব্দুল আজিজ বলেন, বয়স অনেক হলো, গত ৮০ বছরে এইরকম শিলাবৃষ্টি দেখিনি, একেকটা শিলার ওজন অনুমান করেছি ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম হবে। প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করছেন। 

রাজনগর গ্রামের বাসিন্দা অলিউর রহমান অলি  বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি। 

নবীগঞ্জ শহরের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ আহমদ বলেন, ‘এমন ভয়াবহ তাণ্ডব আগে দেখিনি। হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। সত্যিই মুহূর্তটা ভয়ংকর ছিল। পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে ছিলাম। আমার নিজের বাসা ও আশপাশের অনেক বাসায় গাছপালা ভেঙে পড়েছে।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন