সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদী ও বোয়ালা হাওরে সেচমেশিনের মাধ্যমে জলমহালের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট ও মা মাছ ধ্বংস করার অভিযোগে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে সোমেশ্বরী নদী ও বোয়ালা হাওড়ে এই জরিমানা করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আশরাফ যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সঙ্গে পরিবেশগত ক্ষতিকর দিকসমূহের বিষয়ে অবগত ও সর্তক করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের অভিযান চলমান থাকবে।’