সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কৃষক আ. রহিম হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গত সোমবার বিকেলে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জামালগঞ্জ থানার উপপরিদর্শক মো. গোলাম সারোয়ার মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের আলতাব আলীর ছেলে মো. ফুল মিয়া (৪৮), ফুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২২), আম্বর আলীর ছেলে জিয়া (৩০), ভুতিয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে জাফর আলী (৪০)।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে আব্দুর রহিমের জমিতে জোরপূর্বক চাষ করতে থাকলে আব্দুর রহিম বাঁধা দিলে আসামিরা আব্দুর রহিমকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আত্মীয়স্বজনেরা তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম, এ জি ওসমানী হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থা হলে ওই দিন দিবাগত রাত পৌনে ১২টায় দিকে হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ছেলে মো. নজির হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান আ. রহিম হত্যা মামলায় সাতজন আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক তিন আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং মামলার কার্যক্রম অব্যাহত আছে।