হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কালবৈশাখী ঝড়, বজ্রপাতে ২ জনের মৃত্যু 

সিলেট প্রতিনিধি

সিলেটে প্রচন্ড শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। আজ সোমবার আকাশ অন্ধকার করে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। এ সময়ে বজ্রপাতে দুজনের মৃত্যু ও ১০টি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কেউ সঠিকভাবে জানাতে পারেননি। 

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার সকাল ৬টা বিকেল পর্যন্ত ৬৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ও সর্বনিম্ন ১৯.৭। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।’ 

সোমবার সকাল থেকে ধাপে ধাপে শুরু হয় বৃষ্টিপাত। এ সময় ছিল বজ্রসহ শিলাবৃষ্টি। রাতের মতো ঘুটঘুটে অন্ধকার করে নেমে আসে এই ঝড়। এ ছাড়া গতকাল রোববার ও আজ জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে শিলাবৃষ্টি হয়েছে। 

রোববার বিকেলে গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু ও আহত হন আরেকজন। সোমবার সকালে কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু হয়। এ সময় গোয়াইনঘাটে ৮টি গরু ও ২টি ভেড়া মারা যায়। শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়ির টিনের চাল নষ্ট হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। আর ফসলি জমির বেশ ক্ষতি হয়েছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়াইনঘাটে বজ্রপাতে একজন মারা গেছেন ও আরেকজন আহত হয়েছেন। আর ৮টি গরু ও ২টি ভেড়া মারা গেছে। ফসলি জমির অনেকে ধান কেটে ফেললেও যে জমির ধান ছিল, সেগুলোর বেশ ক্ষতি হয়েছে। অনেকের টিনের চালা শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা করছি।’ 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘সিলেটে বৃষ্টি হলেও এই বৃষ্টিতে বন্যার আশঙ্কা নেই। তবে নদ–নদীর পানি কিছুটা বাড়ছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে সর্বোচ্চ ৭.৩৭ মিটার ওপর দিয়ে বইছে।’ 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, ‘সিলেটে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটা ক্ষতি হয়েছে সেটা এখন বলা যাচ্ছে না।’

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন