হোম > সারা দেশ > সিলেট

বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সিলেট নগরের বিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্মেলনে আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাউল বিরহী কালা মিয়া ও সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাশ।

সম্মেলনে বক্তব্য দেন—বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা আমিরুল ইসলাম বাবু, উপদেষ্টা ও লোকসংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ, উপদেষ্টা নীলাঞ্জন দাস টুকু।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন—সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন, সংগীত শিল্পী ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

সম্মেলনে বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বাউল বিরহী কালা মিয়া সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন—সংগঠনের সদস্যসচিব বাউল সূর্যলাল দাশ।

সংস্কৃতি কর্মী একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন—বাউল আব্দুর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক বিরহী লাল মিয়া, বাউল রানু সরকার, বাউল সিরাজ উদ্দিন, বাউল শাহজাহান সিরাজ, বাউল তছকির আলী, বাউল সৌরভ সোহেল, বাউল ও কবি মনির নূরী, বাউল জবান আলী, বাউল হীরা মোহন তালুকদার, বাউল প্রাণ কৃষ্ণ ঘোষ প্রমুখ। এছাড়াও সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

সেকশন