হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সরকারি ওষুধ জব্দের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যৌথ বাহিনীর অভিযানে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী এবং নগদ টাকা জব্দের ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মামলায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী সেলিনা আক্তার, ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পাক আক্তার চৌধুরী এবং মাইজগাঁও ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব মামলাটি করেন। 

এজাহার সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নূরপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেলিনা আক্তারের বাড়ির খাটের নিচ থেকে দুই কার্টন ওষুধ, বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার করা হয়। ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’—এমন কথা উল্লেখ করা রয়েছে। এ সময় সেলিনা আক্তারকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাক আক্তার চৌধুরী ও শিল্পী রানী বিশ্বাসকে আটক করা হয়। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ, স্বাস্থ্য সামগ্রী ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটককৃত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রোববার তাঁদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সেকশন