হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পরিযায়ী পাখির মাংস বিক্রি, ৫ রেস্তোরাঁর মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুরে পরিযায়ী পাখির মাংস রান্না করে বিক্রি ও মজুত রাখার অপরাধে পাঁচটি রেস্তোরাঁর মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাতে হরিপুর বাজার এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবণী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা করা রেস্তোরাঁগুলো হলো আনন্দ রেস্তোরাঁ, শাহপরান রেস্তোরাঁ, শাহজালাল রেস্তোরাঁ, নিউ গ্রাম বাংলা রেস্তোরাঁ ও সোনার বাংলা রেস্তোরাঁ। প্রতিটির মালিককে সাড়ে ৯ হাজার টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় গতকাল রোববার রাতে রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা