হোম > সারা দেশ > সিলেট

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ধর্ষণ মামলায় প্রেমিক কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রেমিক শাহিন মিয়া (১৯)। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের আশ্বাসে তরুণীর (১৮) সঙ্গে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করার অভিযোগে শাহিন মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

শাহিন মিয়া গন্ধর্বপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে একই এলাকার ওই তরুণীর গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। গত ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতায় তাঁর মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শাহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, মামলার দায়ের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন