প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে সিনোফার্মের আরও ৮৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। আজ রোববার দুপুর ১টায় টিকা পৌঁছালে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ তা গ্রহণ করেন।
প্রাপ্ত টিকার ৪৯ হাজার ২৪২ ডোজ আগামী ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলায় গণটিকা কার্যক্রমে ২য় ডোজ হিসেবে দেওয়া হবে। বাকি ডোজ টিকা সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া টিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা মারলিজ, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।