সিলেট প্রতিনিধি
সিলেট নগরের কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।
আজ বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১২ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি জল্লারপাড় ও লালদিঘীরপার পাড় ফিডারের আওতাধীন দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন, লামাবাজার (আংশিক) খুলিয়াটুলা, নীলিমা, গরম দেওয়ান মাজার, কুয়ারপাড়া, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, কলকাকলী, ভাঙ্গাটিকর, নবীন আ/এ ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।