Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় রেকর্ড ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮১

প্রতিনিধি, সিলেট

সিলেটে করোনায় রেকর্ড ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮১

সিলেট বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। এর আগে সিলেট বিভাগে একদিনে এত বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগে মারা যাওয়া ১২ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ নিয়ে বিভাগে মারা যাওয়া মোট রোগীর সংখ্যা ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারের ৪৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৩৫ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৫৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৭৬৪ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৩০২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭০০ জন।

একদিনে নতুন করে শনাক্ত হওয়া ৬৮১ জন করোনা আক্রান্ত রোগীর ২২৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৯৮ জন, হবিগঞ্জের ১০৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৮৮ জন। এ ছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৫ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলার ১৮ জন, মৌলভীবাজারে চারজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৬৫ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৪১ জন সিলেট জেলার বাসিন্দা। 

অপরদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ছয়জন, সুনামগঞ্জ ৩৪, হবিগঞ্জ ৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৬ জন। এ ছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১২৯ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান ডা. হিমাংশু লাল রায়।

মৌলভীবাজারে আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতা-কর্মীরা, আটক ৪

৫ দফা দাবিতে ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মেজর পরিচয়ে দাপট দেখাতে গিয়ে আটক সেনাবাহিনীর বরখাস্ত করপোরাল

সীমান্তে ভারতীয় গরু ও মহিষসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু