হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ডুবছে সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের মেঘালয় রাজ্যের চেরা পুঞ্জিতে হচ্ছে ভারী বর্ষণ। উজানের এই পানি পাহাড়ি ঢল হয়ে নেমে আসছে সুনামগঞ্জে, সঙ্গে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ছাতক পয়েন্টে ১৪৫ এবং শহরের নবীনগর পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে ঢলের পানিতে ভাসছে সুনামগঞ্জ পৌর শহর। বন্যাকবলিত জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জসহ অন্তত পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে তারা। অন্যত্র আশ্রয়ের খোঁজে বন্যার্তরা।

পৌর শহরের স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, ‘যেভাবে পানি বাড়ছে, এতে মানুবিক বিপর্যয় নেমে ২০২২ সালের বন্যার ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে। তাই এই মুহূর্তে সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন। আজ যদি ২ ইঞ্চি পানি বাড়ে, আমার ঘরের মানুষের আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগব।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বানভাসি মানুষের আশ্রয়ের জন্য নিজ নিজ এলাকার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য চাল, শুকনো খাবার ও নগদ অর্থ সহযোগিতা বরাদ্দ দেওয়া হবে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা