হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারুন মিয়া (৬০) রফিনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। 

দুই গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই গ্রামের মধ্যে থাকা ওই জমির ডোবায় রফিনগর গ্রামের এক বাসিন্দা খড়কুটো ফেলতে যান। এ সময় মির্জাপুর গ্রামের বাসিন্দারা বাধা দেন। ওই স্থানে দুই গ্রামের চার থেকে পাঁচজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪০ জন আহত ও একজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই গ্রামের মধ্যে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন