Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

শিক্ষকের শরীরে ধাক্কা লাগায় ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর, ভিডিও ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি

শিক্ষকের শরীরে ধাক্কা লাগায় ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর, ভিডিও ভাইরাল
হবিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর। ছবি: ভিডিও থেকে নেওয়া

হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা ও স্কুলশিক্ষক আব্দুল মোতালিবের সঙ্গে ধাক্কা লাগে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির। এতে ক্ষিপ্ত হয়ে মোতালিবের ছেলে বাজারের ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি মো. নুর আলম বলেন ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যান। হামলার শিকার ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয়। কেন এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’

সুনামগঞ্জে চলন্ত সিএনজিতে ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে সড়কে পড়ে কিশোরী আহত

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় হামলা, আহত ১০

‘সিগারেট’ থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন, পুড়ল দেড় কিলোমিটারের গাছপালা

হবিগঞ্জ মেডিকেল বন্ধের চক্রান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধের ডাক

হবিগঞ্জে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

মেরামতের জন্য খোয়াই নদীর নতুন সেতু বন্ধ থাকবে ১২ ঘণ্টা

জমির ধানগাছ খাওয়ায় মহিষের পাল নিয়ে থানায় হাজির কৃষক

জাহাঙ্গীরের স্ত্রী জোহরার ‘অনিয়ম-দুর্নীতি’ই নিয়ম

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ভর্তিতে কোটা আপাতত স্থগিত