নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার নগরীর মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিপন মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিসিকের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেয়র। তিনি নগরীর দক্ষিণ সুরমা থানার নাশকতার মামলার এফআইআর ভুক্ত আসামি।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।’