Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার সন্ধ্যায় শেভরণ বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান রাষ্ট্রদূত পিটার হাসের বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। 

শেভরন বাংলাদেশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শনে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। 

পরে বিবিয়ানা ও শেভরনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন পিটার হাস। পরিদর্শনকালে শেভরন কর্তৃক পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক এবং ফার্মেসিও পরিদর্শন করেন তিনি। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বিবিয়ানা গ্যাসফিল্ডে মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে গ্যাস ফিল্ডের ভেতরে তিনি কি করেছেন তা আমরা জানি না। 

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, ‘মার্কিন মালিকানাধীন কোম্পানি শেভরন বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। নতুন কোনো রাষ্ট্রদূত আসলে তারা মার্কিন মালিকানাধীন শেভরন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন।’

জাফলংয়ে জুমপাড় বাঁধ রক্ষার দাবি, চার দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারে সড়কজুড়ে দোকান-স্ট্যান্ড, যানজটে চরম ভোগান্তি

মৌলভীবাজারে খামারে বিষ দিয়ে ৯টি গরু হত্যা

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী আটক

চোরাই পথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জমি নিয়ে বিরোধ: আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২