হবিগঞ্জের বাহুবলে অটোরিকশায় গ্যাস ভরতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চাঁন মিয়া (২১) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুরে এই দুর্ঘটনা ঘটে। চাঁন মিয়া বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, চাঁন মিয়া গতকাল রাত ৩টার দিকে অটোরিকশা নিয়ে ওই মহাসড়কের পাশে অবস্থিত মিরপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। এ সময় দৌলতপুর এলাকায় এলে অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া ঘটনাস্থলে নিহত হন।
ওসি মাঈনুল বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’