Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

ঘুষ গ্রহণকালে আটক: ওসমানীর সেই ২ নার্স তিন দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি

ঘুষ গ্রহণকালে আটক: ওসমানীর সেই ২ নার্স তিন দিনের রিমান্ডে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ গ্রহণকালে ৬ লাখ টাকাসহ হাতেনাতে আটক দুই নার্সকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন-১ আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আটক ২ জন হলেন- মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এএইচএম এসআই রাশেদ ফজল আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার কোতোয়ালি থানার এএইচএম এসআই রাশেদ ফজল।

তিনি বলেন, ‘আসামিদের বিজ্ঞ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, গত মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমনকে আটক করে সরকারের একটি গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

পরে বুধবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। মামলায় প্রধান আসামি করা হয়- বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে। অপর দুই আসামি হলেন আটককৃত সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমন। তাদের একজন জরুরি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে চাকরি করেন। হাতেনাতে আটক দুজনকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

চর কেটে মাটি বিক্রি, অভিযানে ৩ ট্রাক জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৭ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সংস্কার হয়নি সড়ক, ফসল ডোবার শঙ্কা

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

চকলেট কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

সিলেটে এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

মাইকে ঘোষণা দিয়ে গ্রামের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০