সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে তাঁকে নগরের আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম আহমদ নগরীর ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নগরের আখালিয়া এলাকার সিকন্দর আলীর ছেলে তিনি। নাঈম চিহ্নিত ছিনতাইকারী বলে পুলিশের ভাষ্য।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নাঈমের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।