জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেলে বাস চাপায় সাদিকুর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চতুল বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাসটি তাঁকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে।