হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধার্যকৃত দিন ছিল। অবৈধদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়নপত্র জমাদান করেছেন। এ ক্ষেত্রে আইনের দিকনির্দেশনা লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারণে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়ার জমাকৃত চালানের কপিতে সমস্যা থাকার কারণে তাঁর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বছর ১০ মাস ২৩ দিন হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্রটিও বৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে।