হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বানিয়াচংয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আলাউদ্দিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর ২ নম্বর পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা অটোরিকশা দ্রুত গতিতে একটি গাড়ি ওভারটেক করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোচালক আলা উদ্দিন মারা যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পরে ট্রাক জব্দ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে চালক মারা যান। ট্রাক চালক পালিয় যায়। বর্তমানে ট্রাক থানায় জব্দ আছে।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন