গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গোলাপগঞ্জের সেই কাশবন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। সদ্য ফুলে ফুলে ভরে ওঠা কাশবনটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারা আগুন লাগিয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সিলেট জকিগঞ্জ সড়কে চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশের কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশবনে দুপক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে বলে জানা যায়।
এ দিকে কাশবনটি জনপ্রিয় হয়ে ওঠায় সেখানে বেড়ে যায় দর্শনার্থীদের আনাগোনা। ছুটির দিনে ভিড় করেন হাজারো কিশোর-কিশোরী, তরুণ-তরুণী। তবে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-তরুণী সেখানে টিকটক ভিডিও তৈরিসহ নানা অশালীন কর্মকাণ্ড করছিল বলে অভিযোগ স্থানীয়দের।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, ‘আমরা বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।’