কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকায় মানুষ না খেয়ে মারা যায়নি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশের সব সেক্টরে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
আজ সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করেন। পরে তিনি উপজেলার ভূমিহীন, গৃহহীন ও সুবিধাবঞ্চিত দুই হাজার ২৫০ জনকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।