হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও হরতালের সমর্থনে সিলেট নগরে মশাল মিছিল করেছে বিএনপির নেতা–কর্মীরা। নেতা–কর্মীরা মশাল সড়কে ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ও নগরীর সোবহানীঘাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ–পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজারে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে; যানজটের সৃষ্টি হয়। 

পরে করিমউল্লা মার্কেটের সামনে গিয়ে মশাল ফেলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা–কর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ ও সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর–গণমাধ্যম) আজবাহার আলী শেখ বলেন, ‘নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে থেকে দুজন ও নগরের সোবহানীঘাট থেকে আরেকজনকে আটক করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।’

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন