সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে বিশেষ কারণে তাঁকে বরখাস্ত করা হয়।
স্থানীয়রা জানায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, মাইক্রোবাসের ধাক্কায় সানীর মৃত্যু হয়। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবল ছিলেন। গত ২৯ নভেম্বর তিনি চাকরিচ্যুত হন। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।