হোম > সারা দেশ > সিলেট

কুয়েতে তাঁবুতে প্রবাসী দুলাভাই ও শ্যালকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০১: ২৭
নিহত কয়েছ মিয়া ও রাসেল আহমদ। ছবি: সংগৃহীত

কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নরশিংপুর গ্রামের প্রয়াত মনা উল্লার ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার লামাকাজি ইউনিয়নেরে শাখারিকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)। তাঁরা সম্পর্কে দুলাভাই-শ্যালক।

স্বজনেরা জানান, গতকাল রোববার দুজনের লাশ বাড়িতে পৌঁছেছে। দুপুর পৌনে ১২টায় কয়েছ মিয়া ও ২টায় রাসেল আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের আল-সাবা নামক মরুভূমি এলাকায় একটি ছাউনিতে তাঁবুর ভেতরে রাত্রীযাপন করতেন। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা দেখা দিলে কয়েছকে দেখতে যান শ্যালক রাসেল। তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা দুজন। সকালে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে আল-সাবা হাসপাতালে নিয়ে যায় সেখানকার পুলিশ। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়।

কয়েছ মিয়া তিন মাস আগে কুয়েতে গিয়েছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ের বাবা। আর রাসেল আহমদ চার বছর আগে কুয়েতে যান। তাঁর ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সেচের অভাবে ধান উৎপাদন অর্ধেকে, উদ্বিগ্ন কৃষক

সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ

বাল্লা সীমান্তে বাংলাদেশির লাশ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

সুনামগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক