Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। গত শনিবার উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দিন।

গতকাল রোববার রাতে তিনি বলেন, ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন।

গোলাপগঞ্জের স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার ঘোগারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু সাংবাদিকদের বলেন, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন প্রবাসী এক মাওলানা।

ডিসির নির্দেশ উপেক্ষা করে বসছে পশুর হাট

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

বর্তমান সরকারের আমলেও সিলেট বৈষম্যের শিকার: সাবেক মেয়র

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

একাত্তরের গেরিলা যোদ্ধা আশরাফ বাবুল চৌধুরী আর নেই

তালামীয নেতার ওপর হামলা: জামায়াতের সঙ্গে বৈঠকের পরও ভিন্ন ভিন্ন বক্তব্য

ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ২ যুবক নিহত

সীমান্তে ভারতীয় গরু-মহিষসহ কোটি টাকার পণ্য জব্দ

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক