সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিজ্ঞানীরা গান্ধি ও স্যাপ বিটল নামের নতুন দুটি পোকার জাত শনাক্ত করেছেন। এর মধ্যে গান্ধি পোকা লিচুতে আর স্যাপ বিটল লাউয়ে আক্রমণ করে থাকে। সিকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে একদল গবেষক জাত দুটি শনাক্ত করেন।
লিচুর গান্ধি পোকা সাধারণ গান্ধি পোকার চেয়ে আকারে বড়। এই পোকা লিচুর কচি পাতা, কাণ্ড এবং ফলের রস শোষণ করায় কচি অবস্থায় লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝরে পরে। গবেষণায় দেখা গেছে, মারাত্মক আক্রমণের ফলে লিচুর শতকরা ৮০ ভাগ ফলন কমে যায়। অপর দিকে, লাউয়ের প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে দলবদ্ধভাবে আক্রমণ করে সব পরাগরেণু খেয়ে ফেলে স্যাপ বিটল। ফলে পরাগায়ণ না হওয়ায় লাউয়ের ফল ধারণ সম্ভব হয় না। এতে ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।
আজ বৃহস্পতিবার সিকৃবির ভাইস চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স রুমে এই পোকা দুটির পরিচিতি ও ব্যবস্থাপনাবিষয়ক লিফলেট উন্মোচন করা হয়।
সিকৃবির উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ সাইফুল আলম, ডিএইর ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, প্রশাসন, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক কাজী মজিবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) পরিচালক মোহাম্মদ মাহবুব ইকবাল, রেজিস্ট্রার আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডিএইর মহাপরিচালক কৃষিবিদ সাইফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ডিএইর সহযোগিতা অব্যাহত থাকবে। কৃষিপ্রধান দেশে খাদ্যঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ।