প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। এ জন্য দলের ভেতরে ঐক্য প্রয়োজন। চেহারা দেখে আর কমিটি নয়। যারা দলের দুঃসময়ের কর্মী, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।’
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান।