হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে ছেলে ও মেয়ের হাতে মুসলিম মিয়া (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে পলাতক।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য ঢাকায় অবস্থান করছেন। স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। গতকাল সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার (২১) ও ছেলে মুন্না মিয়া (২৩) মুসলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন। তাৎক্ষণিক তাঁর ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জানান তাঁর বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে রাতে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তাঁর ছেলে-মেয়ে বাড়িতে চলে যান।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন মুন্নি আক্তারকে আটক করে পুলিশে দেয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে-মেয়ে তাঁদের বাবাকে খুন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা