হোম > সারা দেশ > সিলেট

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে বদলি ও স্কুলে ভর্তির তদবির, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১১: ৫১
ফাহিম আহমদ। ছবি: সংগৃহীত

মেক্সিকোয় রাষ্ট্রদূত পদে দায়িত্বরত সিলেটের বাসিন্দা মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার অভিযোগে থানায় মামলা হওয়ার পর গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি সিলেট নগরের রায়নগরে থাকেন।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফাহিম আহমদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি, বিভিন্ন নামীদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন।

বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করা হয়। ঘটনা শুনে ফাহিম আহমদের বিরুদ্ধে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

পরে ফাহিমের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। মামলার পর ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রতারক ফাহিম আহমদ আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এসএমপির কমিশনার মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সঙ্গে প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে হবে।

কুলাউড়ায় টিলা কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

সিলেটে ১১ দিনব্যাপী বইমেলা শুরু আগামী মঙ্গলবার

সিলেটে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ, পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনা

প্রশ্নবিদ্ধ জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদে কোটি টাকার জমি বিক্রি