Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় উপজেলার নারায়নপুরের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে নুরুজ্জামিন (২৩)। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা নারায়নপুরের কুত্তাখালী খালে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেন। পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। 

নিহতের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের লিয়াকত, জুবেদ ও হৃদয় নামের তিনজন ব্যক্তি শনিবার রাত ৯টায় ঘর থেকে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি তিনি।’ 

ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘নিহত যুবকের মাথা, মুখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ পানি ফেলে দেওয়া হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

জাফলংয়ে জুমপাড় বাঁধ রক্ষার দাবি, চার দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের