হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে ওই উপজেলার সুজাতপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহত যুবক এই গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সৌরভ দাস চণ্ডীপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন। বেলা তিনটার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মলয় কুমার দাস বলেন, এ বিষয়ে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।