হোম > সারা দেশ > মৌলভীবাজার

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান শিক্ষক কেশব লালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। গতকাল সকালে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি চা বাগানের ঘরে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর টিফিনের সময় প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণচেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়। এরপর এলাকাবাসী ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে চা বাগানের একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা