Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

মাদক বিক্রেতার বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে: হবিগঞ্জ জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি

মাদক বিক্রেতার বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে: হবিগঞ্জ জেলা প্রশাসক

হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’

আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 

তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে। 

মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’ 

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

সিলেটে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় মামলা

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

জাফলংয়ে জুমপাড় বাঁধ রক্ষার দাবি, চার দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের