সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে যুবকের বিরুদ্ধে তাঁর ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে (২২) বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবা উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে।
এলাকাবাসী জানিয়েছে, উপহেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের সাইদ চৌধুরীর (২৩) সঙ্গে তাঁর স্ত্রী রাকিবা বিবির পারিবারিক কলহ চলছিল। এর জেরে আজ সকালে তিনি স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এদিকে সকাল গড়িয়ে দুপুর হলেও রাকিবা ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাঁকে ডাকতে শুরু করে। তাতে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে পাড়ার লোকজন। এ সময় রাকিবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাঁর স্বামী সাইদ চৌধুরীকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, রাকিবা বিবি হত্যার ঘটনায় তাঁর স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।