সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর জেলে উজ্জ্বল সরকারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গুরমার হাওর থেকে মধ্যনগর থানা-পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চার জেলে উজ্জ্বল, বিপ্লব, বিনা ও উপসনা মিলে হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাঁদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।
তাৎক্ষণিক বিপ্লব, বিনা ও উপসনা সাঁতার কেটে হাওরের পানি থেকে পাড়ে উঠলেও উজ্জ্বল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন বলেন, ‘এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও আমাদের নিজেদের চেষ্টায় দীর্ঘ ২১ ঘণ্টা পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছি।’