হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী জিহাদী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার উদয়ন এলাকার বাসিন্দা এবং বাগুনিপাড়া গ্রামের মৃত সিদ্দিকুল ইসলামের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) সকালে ঘটনার সময় শফিকুল ইসলাম রেললাইন দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় ব্রিজ পার হওয়ার আগে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ভাতিজা ওয়ার্ড মেম্বার মকছুদ আলী আজকের পত্রিকা বলেন, ‘তিনি সুন্নি জামাতের নেতা ছিলেন। তার জীবদ্দশায় সুন্নিয়তের আন্দোলন–সংগ্রামে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন।’