হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য মোদক (৩৫) কাভার্ড ভ্যানের সহযোগী ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের মন্টুলাল মোদকের ছেলে। আহত কাভার্ড ভ্যানচালক মো. হোসাইন (৪০) খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সূর্য মোদকের মৃত্যু হয়। চালক হোসাইনের অবস্থা আশঙ্কাজনক।