হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে দাদার সঙ্গে বাড়ির বাইরে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশার মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইশার ৬ বছর বয়সী আরেক বোন আহত হয়েছে।

মাইশা ও রাইসা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে মাইশা ও রাইসা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এ সময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হয় রাইসা।

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা