Ajker Patrika
হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিলেটে দাদার সঙ্গে বাড়ির বাইরে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশার মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইশার ৬ বছর বয়সী আরেক বোন আহত হয়েছে।

মাইশা ও রাইসা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে মাইশা ও রাইসা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এ সময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হয় রাইসা।

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শান্তিগঞ্জে আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

শেখ হাসিনার বিচার এক-দেড় মাসের মধ্যেই শুরু হবে: চিফ প্রসিকিউটর

হাওরের ফসল রক্ষা বাঁধ: সময় শেষ, কাজ বাকি ৪৫%

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জে ‘টাকার বিনিময়ে পকেট কমিটি’, অবাঞ্ছিত ঘোষণা

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার