হোম > সারা দেশ > সিলেট

গোলাপগঞ্জে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে নির্মাণ শ্রমিক তাজেল হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম জাফর (২৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। 

আসামির আত্মসমর্পণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা নুর মিয়া বলেন, ‘আজ সকালে জাফর আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আদালতের কাছে আসামির রিমান্ড চাইবে।’ 

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে কটু কথার জেরে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে মারা যান। এ ঘটনায় তাজেলের সঙ্গে থাকা তাঁর বন্ধু তানভীর আহমদ আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ঘটনার পর শনিবার রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার আসামিরা হলেন উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের সাইফুল ইসলাম জাফর (২৫)।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন