গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পৃথক অভিযানে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আজ সোমবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বে থাকা সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩ হাজার ৫৫০ কেজি অর্থাৎ ৮৭১ বস্তা ভারতীয় চিনি এবং এক হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। এর মধ্যে প্রতাপপুর সীমান্তের রাধানগর বাজার থেকে চিনি এবং তামাবিল সীমান্ত থেকে চিনি ও চা পাতা জব্দ করা হয়।