দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে নিজ এলাকায় এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় তাঁর অনুসারী শত শত নেতা-কর্মী উল্লাস প্রকাশ করেন।
সৈয়দ সায়েদুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এ ক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেয়ে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ব্যারিস্টার সুমন কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক। তা ছাড়া তিনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।