কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার সদর উপজেলার ৮ নকনকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ বৃহস্পতিবার মধ্য রাতে তাঁকে উপজেলার কনকপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলা মামলার ঘটনায় রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে মৌলভীবাজার থানায় হস্তান্তর করেছে র্যাব।