হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধে মানববন্ধন। আজ রোববার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ছবি: আজকের পত্রিকা

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পাশাপাশি একই দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকের বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সুনামগঞ্জ সমিতির নেতারা সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বরাবর লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দেয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা